Settings
Light Theme
Dark Theme
Podcast Cover

The ThoughtSpot

  • মোটিভেশন দিয়ে কি আসলেই কোন কাজ হয়? Does motivation actually work for your success? || Ep. 05

    5 AUG 2021 · মোটিভেশনাল একটা ভিডিও/ অডিও/ মুভি দেখে একটা কাজ শুরু করে দিলাম আর তিন মিনিট পর সব হাওয়া! তাহলে লং টার্ম সাক্সেসের সিক্রেট সস কি? মোটিভেটেড ইন্ডিভিজুয়াল রা এত গেইনার হয় কিভাবে, মোটিভেশনের মিস্কন্সেপ্সন আর ফ্যালসি গুলো কি কি? তাই নিয়ে আমরা কথা বলেছি আজকের এপিসোডে। মোটিভেশন এর দরকার লাইফে আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেটার সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত কিন্তু আপনাকেই করতে হবে আর তাই তো দেরি না করে শুনে ফেলতে হবে পুরো এপিসোড!
    1h 9m 44s
  • Cyber Bullying, Serious Issues & Memes, Safe internet || Ep. 04

    2 AUG 2021 · ইন্টারনেটের টোট্যাল ইউজারদের শতকরা ৩৫ জন প্রতিদিন কোন না কোন ভাবে সাইবার বুলিং এর শিকার হন। এই সামাজিক ব্যধি দিনকে দিন বেড়েই চলেছে এবং লোক-লজ্জা, সামাজিকতা সহ নানাবিধ কারণে অনেক ব্যাপারই আমাদের চোখের সামনে আসে না । ব্যাপারগুলো আরো প্যাথেটিক হয়ে দাঁড়ায় যখন আমরা এরকম সিরিয়াস ইস্যু নিয়ে আমরা রীতিমতো মিম-ট্রলের উৎসব শুরু করি আর সবার ফোকাস ভিক্টিম, অপরাধ থেকে সরে যায় আর সবাই সবকিছু বেমালুম ভুলে যায়। মিম-ট্রল করে 'সামাজিক শাস্তি' দিলেই কি আমাদের দায়িত্ব শেষ? বেড়েই চলা এই সামাজিক ব্যধিগুলোর কারণ কি আর এর দায় ই বা কাড়? একটা নিরাপদ সাইবার স্পেস আমরা কেন নিশ্চিত করতে পারছি না ? আমাদের বোনদের কেন এই অকথ্য মানসিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দিনের পর দিন? একটা নিরাপদ সাইবার স্পেস তৈরি করার জন্য কি কি পদক্ষেপ এখনি নেয়া উচিত? -এই সবকিছু নিয়েই আমাদের আজকের এপিসোড। Say 'NO' to Cyber Bullying. Let's make a safer internet, together.
    45m 13s
  • Self-Discipline:কি কেন কিভাবে? । Self-Discipline কিভাবে পার্থক্য গড়ে দিতে পারে?

    16 JUL 2021 · যারা যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন, আমদের বিশ্বাস তারা নিকট ভবিষ্যতেই একদিন দুনিয়াটাকে লিড করবেন, পথ দেখাবেন। কিন্তু দুনিয়াকে লিড করার আগে নিজেকে তো আগে সামলাতে হবে তাইনা? যদি বলেন একটা জিনিস যেটা সব সাকসেসফুল লিডার আর চেঞ্জমেকারদের মধ্যে কমন, সেটা হলো Self-discipline. Self-discipline ব্যাপারটা একটু সাময়িক প্যারাদায়ক কিন্তু লং টার্মে এর ফল বেশ মিষ্টি। এই একটা মাত্র গুণই বদলে দিতে পারে আপনার জীবনের চেহারা ও মান। কিন্তু ব্যাপারটা একটু কঠিনও বটে। চারদিকের এত এত obstacles, distraction এর মধ্যে Discipline থাকাটা একটু টাফ আর তাই তো আমরা প্রোক্র্যাশটিনেশন, ডিলেমা, ব্লক এ ভুগি। এই যুদ্ধ জয়ের কিছু ছোট ছোট মন্ত্র, কিছু পারস্পেক্টিভ, কিছু থট নিয়ে আমাদের এপিসোড নাম্বার তিন- Self-discipline: কি কেন কিভাবে?
    1h 28m 25s
  • Problem with Passion || কেন চোখ বুজে প্যাশনের পেছনে ছোটা উচিত না

    9 JUL 2021 · The Problem with Passion! জি, অদ্ভুত শোনালেও এটাই আমাদের আজকের এপিসোড এর টপিক। Passion ব্যপারটার সাথে আমরা কম-বেশি পরিচিত বলে দাবি করি, তাইনা? কিন্তু আসলেই কি আমরা বুঝি আমাদের প্যাশন কি? আর যদি বুঝেও, আমরা কি সঠিকভাবে আমাদের জীবনে পরিচালিত করতে পারছি আমাদের প্যাশন টা কে? আপনি হয়তো একজন অনেক প্যাশনেট মানুষ হতে পারেন আবার আপনার কোন প্যাশন নাও থাকতে পারে, কিন্তু প্যাশন থাকা সত্বেও কি সমস্যা গুলো আমরা দৈনন্দিন জীবনে ফেইস করি? প্যাশন নিয়ে আপনাদের উত্তর এবং নিজেদের thoughts নিয়ে হাজির আইমান এবং রিমেন। Let's spot the thought ❤️
    54m 54s
  • How Cadet College Shaped Us: An introspect to Cadet Colleges

    1 JUL 2021 · ক্যাডেট কলেজ আমাদের দুইজনের জীবনেরই একটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ অংশ ছিলো। আর এই ক্যাডেট কলেজকে ঘিরেই জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ঘটেছে আমাদের জীবনে। সেই পরিবর্তনগুলো কেমন ছিল? সেই পরিবর্তনের সময় গুলো কিভাবে কেটেছে? কি ভেবে ছিলাম আমরা? এবং সেই পরিবর্তনগুলোর না হলে কি হতো না? ছয়টা বছর ক্যাডেট কলেজ আমাদের কি শিখিয়েছে এবং কিভাবে তার প্রতিফলন পরবর্তী জীবনের পরতে পরতে ঘটেছে, এই নিয়েই মূলত আমাদের প্রথম এপিসোড। ছয় বছরের একটা ছোটখাট পোস্টমর্টেম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি কিছুটা হলেও শেখার বা জানার কিছু থাকবে দেড় ঘন্টার লম্বা এই কনভারসেশন থেকে। আশা করি আপনার সময় ভালো যাবে আমাদের সাথে এই পডকাস্ট এ।
    1h 30m 29s
ThoughtSpot, একটি পডকাস্ট, একটি কনভারসেশন যেখানে আইমান এবং রিমেন তাদের চিন্তাগুলোকে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছে।

প্রতিদিন আমাদের কিছু নতুন অভিজ্ঞতা হয়, জীবনে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটে। আমাদের জীবনের প্রত্যেকটি ঘটনা, আমাদের নতুন কোনো চিন্তার উন্মেষ ঘটায়। সেইসব চিন্তাগুলোকে কথা এবং উপস্থাপনার মাধ্যমে তুলে ধরারই একটি চেষ্টা The ThoughtSpot Podcast.
Contacts
Information

Looks like you don't have any active episode

Browse Spreaker Catalogue to discover great new content

Current

Looks like you don't have any episodes in your queue

Browse Spreaker Catalogue to discover great new content

Next Up

Episode Cover Episode Cover

It's so quiet here...

Time to discover new episodes!

Discover
Your Library
Search